আবু রায়হান (নিজেস্ব প্রতিবেদক): আজ শুক্রবার সারাদিন ভালোবাসার ভাইবোনদের পক্ষ থেকে যশোরে পথশিশুদের খাবার বিতরণ কমর্সুচির আয়োজন করা হয়।
যশোর শহরের বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবী ভাই – বোনদের উদ্যোগে যশোর সদর হাসপাতালে অসহায় রোগীদের যশোরের স্টেশন সহ যশোর শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় না খেতে পাওয়া মানুষদের মাঝে দুপুরে খাবার বিতরণের আয়োজন করে (ভালোবাসার ভাই বোন একটি সংগঠন)। প্রায় ১২০ জন পথশিশু ও ১০০জন অসহায় রোগীদের মানুষদের মাঝে খাবার বিতরণ সফল হয়েছেন সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আল-আমিন, পরিচালক মাসুদ হাসান রিফাজ, সহ -পরিচালক মোঃ মারুফ হোসেন, আবু রায়হান, রিফাত আহমেদ সুলতান, শাওন কবির, মানিক সরকার, স্বর্গ পাল, হুমাইরা নাজনিন, রিতু মনি, সাগর, রুনা খাতুন, আব্দুস সালাম লিওন, রহমত মৃধা বাপ্পি, হাসান, হৃদয় হোসাইন, মমিনুর রহমান, ইমরান, হোসেন, মনিশা রানী সহ আরও সদস্য বৃন্দ। ইনশাআল্লাহ অসহায় মানুষদের পাশে তারা সব সময় থাকতে চাই সেই সাথে সবার দোয়া এবং ভালোবাসা চাই সংগঠনের সকল সদস্যবৃন্দরা।
কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন(01867393271 নগদ+বিকাশ)রফিকুল সহযোদ্ধা হিসাবে থাকলে চাইলে যোগাযোগ করেন-০১৯২৩-৪৫৪৫৪১(মাসুদ হাসান রিফাজ,পরিচালক),০১৪০০-৪৭৫১২৭(আবু রায়হান,সহ-পরিচালক)
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।