রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিএনএফ’র আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৭ মার্চ (রোববার) বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) রাজশাহী জেলার সহযোগী সংস্থাসমূহের আয়োজনে এবং জেলার দায়িত্বপ্রাপ্ত সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর ব্যবস্থপনায় পিনাকল স্টাডি হোম এর শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহানাজ পারভীন সহ প্রতিবন্ধী সেচ্ছাসেবী সোসাইটি, নিবুস, লক্ষীপুর দুস্থ্য মহিলা শিল্প সংস্থা, কাবিউস, পিডিও, আরএসডিপি, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিনিধি সহ পিনাকল স্টাডি হোম এর শিক্ষিকা সুপর্ণা ভদ্র, কামনা পাল, চন্দনা রানী, রিমা সহ লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, টুম্পা পাল উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।