মোঃ রাশিদুল ইসলাম | মাগুরাঃ ইয়ুথ এসেম্বলি উদ্যোগে করোনা প্রতিরোধ (কোভিড-১৯ প্রতিরোধ) ভ্যাকসিনের ফ্রী নিবন্ধনের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষনা করা হয়েছে।

৩০ আগষ্ট সোমবার সকালে মাগুরা শ্রীপুরের মদনপুর জামে মসজিদের পাশে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশন রেসপন্স প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর ও ইয়ুথ এসেম্বলির প্রধান উপদেষ্টা মোঃ ওসমান গণি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি এবং ইয়ুথ এসেম্বলির উপদেষ্টা সাংবাদিক মোঃ সাইফুল্লাহ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি কাদের নেওয়াজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ, ওয়েভ ফাউন্ডেশন মাগুরা শাখার অফিস সহায়ক মোঃ আছাদুজ্জামান,।

ইয়ুথ এসেম্বলির মাগুরা জেলা কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ মোল্লা, সদস্য সচিব শান্তা ইসলাম রিয়া, অন্যতম সদস্য শামীমা খাতুন, রুমন মোল্লা,তাহাবুব হোসেন, মোছাঃ আইরিন ইসলাম হ্যাপিসহ ইয়ুথ এসেম্বলি শ্রীপুর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।