বরগুনা আমতলী প্রতিনিধি সময় মেডিকেল এন্ড হসপিসে সুনাম দেবনাথ ব্লাড ফাউন্ডেশন আমতলী উপজেলা শাখার ৩০০ তম রক্তদান উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথিঃ- জনাব মোঃ মজিবর রহমান, ভাইস চেয়ারম্যান,আমতলী উপজেলা পরিষদ ও সভাপতি পৌর আওয়ামী লীগ,আমতলী। সভাপতিঃ-রনজিত কুমার সরকার, ওসি(তদন্ত) আমতলী থানা।

বিশেষ অতিথিঃতামান্না আফরোজ মনি,মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড,মনিরুল ইসলাম মনি,চেয়ারম্যান গুলিশাখালী ইউনিয়ন অলি আহমেদ, সহ সভাপতি, আমতলী উপজেলা ছাত্রলীগ সার্বিক ব্যবস্থাপনায়ঃ ইঞ্জিনিয়ার রকির চৌধুরী রাজু,চেয়ারম্যান সময় গ্রুপ উপস্থাপনঃ হিমেল আহমেদ,সুনাম দেবনাথ ব্লাড ফাউন্ডেশন এছারাও উপস্থিত ছিলেন মেহেদী হাসান নীরব,মেহেদী হাসান, শুভ রায় সানাউল হক পারভেজ, সাংবাদিক, ডায়াগনস্টিক সমিতির প্রতিনিধি,মেডিসিন সমিতির প্রতিনিধি স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি,ছাত্রলীগ,যুবলীগের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণিপেশার অতিথি দ্বয়।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের যাবতীয় কার্যক্রম, রক্তদান সম্পর্কে বিস্তারিত ইতিবাচক বিষয় করোনা মহামারী পরিস্থিতিতে সচেতনতা, ব্লাডফ্রিজ স্থাপন সব বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আয়োজনেঃ সময় মেডিকেল এন্ড হসপিস