মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে (০৬ সেপ্টেম্বর) রোজ সোমবার দুপুরে আশাদুল ইসলাম এর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে, নিহতের পরিবার ও রানীশংকৈল সহ পীরগঞ্জ এলাকাবাসী রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন করেন।

 

জানা গেছে, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিরহলি গুড়িয়াপাড়া গ্রামের জুমার উদ্দিনের ছেলে আসাদুল ইসলামকে জবাই করে হত্যার পর পাশবতী উপজেলা রাণীশংকৈল উপজেলার পকম্বা গ্রামের ব্রিজের পাশে ধানক্ষেতে ফেলে রাখে তার লাশ।

এ ঘটনায় রানীশংকৈল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোন আসামি ধরতে পারেনি মর্মে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

উক্ত মানববন্ধন আলোচনায় অংশ নেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, ঠাকুরগাঁও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু জাহিদ জুয়েল, নারীনেত্রী কাজী সোনিয়া প্রমুখ।পরে উপজেলা নির্বাহী অফিসার কে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

 

এ সময় রাণীশংকৈল ও পীরগঞ্জের স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।