এইচ এম জহিরুল ইসলাম মারুফ: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, প্রচলিত শ্রমনীতির মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হয়নি, হবেও না। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই কেবল শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন, দেশে ক্ষমতা ও রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার লড়াই দৃশ্যমান। যার বলি হচ্ছে সাধারণ শ্রমিক ও শিক্ষার্থীরা। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে। তাই পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

আজ ১মে”২২ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর আয়োজিত শ্রমিক সমাবেশ ও র‌্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মুফতী মোস্তফা কামাল, এসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এইচ এম রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওমর ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, মুফতী মাসরুর তাশফিন, হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া, নকীব বিন হোসাইন প্রমুখ।