ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কতৃক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১০ জুন শুক্রবার বিকাল ৪ টায় নগরীর নিউমার্কেট বায়তুন নূর মসজিদ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজকের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

আজকের সমাবেশ ও মিছিল সফল করার জন্য আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।

আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার জন্য গতকাল বৃহস্পতিবার (১০ জুন) সদর থানার প্রস্তুতি সভা আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে, সোনাডাঙ্গা থানার প্রস্তুতি সভা মুফতি ইমরান হোসাইন এর সভাপতিত্বে, খালিশপুর থানা শাখার প্রস্তুতি সভা হাফেজ আব্দুল লতিফ এর সভাপতিত্বে, লবণচরা থানার প্রস্তুতি সভা মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে, দৌলতপুর থানার প্রস্তুতি সভা আলহাজ সারওয়ার হোসেন বন্দ সভাপতিত্বে, খানজাহান আলী থানার প্রস্তুতি সভা মোহাম্মদ মঈন উদ্দিন ভূঁইয়া সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভাগুলোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দিন, মুফতী মাহবুবুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, মুফতি আমিরুল ইসলাম, এইচ এম খালিদ সাইফুল্লাহ, রবিউল ইসলাম তুষার, মাওলানা আব্বাস আমিন, মাওলানা হাফিজুর রহমান, আলহাজ্ব শফিউল ইসলাম, মাওলানা নিজাম উদ্দিন মল্লিক, মাওঃ সিরাজুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ, জি এম কিবরিয়া প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাগুলোতে আজকের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয় এবং সর্বস্তরের তৌহিদী জনতাকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।