মোঃ সেলিম রেজা,কেশবপুর: ১লা ডিসেম্বর ” নিরাপদ সড়ক চাই(নিসচা)’র প্রতিষ্ঠাবার্ষিকী। সংগ্রাম ,সাফল্য ও গৌরবের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেশবপুর নিউজ ক্লাবে নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেশবপুর থানা অফিসার্স ইনচার্জ জহিরুল আলম, বিশেষ অতিথি ছিলেন মোঃ আশরাফুজ্জামান সভাপতি কেশবপুর নিউজ ক্লাব।
সমাবেশটি সঞ্চালনা করেন মোঃ সেলিম রেজা। প্রথমে কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় এর পর কেক কেটে আনুষ্ঠানিকতা শুরু করেন কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ হারুনুর রশিদ বুলবুল (সভাপতি নিরাপদ সড়ক চাই,কেশবপুর)। বিশেষ অতিথি জনাব আশরাফুজ্জামান বলেন, কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত দুজনের মাঝে দুইটি ছাগল বিতরণ করা হয়েছে। এছাড়াও তিনি আরো বলেন নিরাপদ সড়ক চাই একটি সামাজিক আন্দোলন এটিকে আরও অগ্রসর করতে হবে এবং সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথি জনাব জহিরুল আলম বলেন নিরাপদ সড়ক চাই অনুষ্ঠানে আমি আসতে পেরে অনেক আনন্দিত। সাধারণ জনগণকে সচেতন হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালাতে হবে। তিনি আরো বলেন আমি দায়িত্ব নেবার পর দেখি কেশবপুর ট্রাক স্ট্যান্ডে রাস্তার উপর যত তথ্য ট্র্যাক রাখা হতো যারফলে প্রাই দুর্ঘটনা ঘটতো ঐ স্থানে। তৎক্ষণাৎ ট্রাক মালিকদের সাথে কথা বল্লে আমাকে উনারা দ্রুত সমাধানের আশ্বাস দেয়। এক পর্যায়ে নারীদের প্রতি সম্মান এবং মর্যাদার কথা তিনি ব্যক্ত করেন। এরা ছাড়া নিরাপদ সড়ক চাই যে কোন সমস্যা সমাধানে উনাকে সব সময় পাশে পাবেন বলে জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেশবপুরের উপদেষ্টা, কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।