দিনাজপুরের খানসামা উপজেলায় ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২২ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮শে ফেব্রুয়ারী) বিকেলে খানসামা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এ.টি এম.সুজাউদ্দিন লুহিন শাহয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও রাশিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক, খানসামা প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তাজ ফারাজুল চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরনবী ইসলাম প্রমূখসহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।