চণ্ডীপাঠ/গীতাপাঠ/বেদ শ্লোক পাঠ অনলাইন প্রতিযোগিতা-২১, বিজিএইচএম রংপুর জেলা। মিডিয়া পার্টনারঃ দৈনিক কলম কথা
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট রংপুর জেলা শাখা কতৃক এক অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
চন্ডী পাঠ/ গীতা পাঠ/ বেদ শ্লোক পাঠ রেকর্ডিং করে আমাদের পাঠিয়ে দিলেই শ্রেষ্ঠ কন্ঠ এবং সুস্পষ্ট শ্লোক উচ্চারণ কারী ব্যাক্তিদের মিলছে সংগঠনের পক্ষ থেকে মিলছে উপহার / সম্মাননা। শুধু মাত্র দুজন ব্যাক্তির থাকছে এমন সুযোগ। তাই আসুন ধর্ম রক্ষা করি, শ্লোক পাঠ করে নিজেকে শ্রেষ্ঠ প্রমান করি।
প্রতিযোগিতায় অংশ গ্রহনের শর্ত ও নিয়মাবলীঃ
১/ রংপুর জেলা শাখার মেসেঞ্জগ্রুপ এবং গ্রুপের বাহিরে থেকে রংপুর বিভাগের যে কোন সনাতনী দাদা/ দিদিরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
৩/ প্রতিযোগিগণ চন্ডীপাঠ/ গীতা পাঠ / বেদ শ্লোকপাঠ থেকে শুধু মাত্র যে কোনো একটি বিষয় পাঠের সুযোগ পাবেন।
৪/ সময়কাল সর্বনিম্ন ০৫ মিনিটের উপরে হতে হবে। ০৫ মিনিটের নিচে নিচে হলে যাচাই-বাছাই সাপেক্ষ বাদ পরে যেতে পারে। এবং উর্ধ্বে গেলে কোন সমস্যা নেই।
৫/ শুধু সুন্দর কণ্ঠই নয় আমরা উচ্চারণ এর দিকে বেশি নজর রাখবো। তাই প্রত্যেক প্রতিযোগিকে উচ্চারণের দিকটাতে বেশি করে ফোকাস দিতে হবে।
৬/ রেকর্ডিং এ অতিরিক্ত শব্দ দূষণের বিষয়টি খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে অতিরিক্ত শব্দ দূষণ কৃত রেকর্ডটি প্রতিযোগিতা থেকে বাদ পরে যাবে।
এক্ষেত্রে করণীয়ঃ ( শুধুমাত্র Noise remover apps এর সাহায্যে রেকর্ডিং টাকে একটু ক্লিয়ার করে নিতে পারবেন)
আকর্ষণীয় উপহারঃ
সম্মাননা হিসাবে থাকছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর লোগো থেকে একটি আকর্ষণী ক্রেস্ট ও শ্রীমদ্ভগবদগীতা। শ্রেষ্ট দুজন ব্যাক্তি ১ম ও ২য় স্থান অধিকারের মাধ্যমে পাবেন এই উপহারটি।
[বি.দ্রঃ] রেকর্ডিং এর শুরুতে সনাতনী সম্ভাষণ হিসাবে জয় শ্রীরাম/ হরহর মহাদেব / জয় গীতা/ জয় রাঁধে এবং সকলকে নমস্কার দিয়ে নিজের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শ্লোক পাঠ শুরু করতে হবে। ইহা বাধ্যতামূলক।
প্রতিযোগিতায় অংশগ্রহন শুরুঃ
আগামী ২৫/০৮/২০২১ ইং তারিখ হতে ০৫/০৯/২০২১ ইং পর্যন্ত।
নিক্ষুদ/ নিরপেক্ষ যাচাই বাছাই শেষে প্রতিযোগিতার ফলাফল প্রকাশঃ তারিখ( ০৮-১০/০৯/২০০২১ইং)
সময়ঃ রাত ৯ টা।
ফলাফল প্রকাশের ঠিকানাঃ
*dailykolomkotha.com নিউজ ওয়েবসাইট
*বাংলাদেশ জাতীয় হিন্দু যুব/ছাত্র মহাজোট, রংপুর জেলা শাখা অফিসিয়াল ফেসবুক পেজ /ফেসবুক গ্রুপ।
( প্রয়োজনে প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ পরিবর্তন করা হতে পারে। প্রেস বিজ্ঞপ্তি, বিজিএইচএম রংপুর জেলা শাখা অফিসিয়াল পেজ/ গ্রুপে আপডেট করা হবে)
রেকর্ডিং পাঠানোর ঠিকানাঃ (ই-মেইল)
নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা ( না থাকলে প্রযজ্য নয়), বয়স, রক্তের গ্রুপ, মোবাইল নাম্বার গুলো সুন্দর করে সাজিয়ে লিখে রেকর্ডিংটি সহ নিচের ঠিকানা( ই-মেইলে পাঠাতে হবে।
ই-মেইল ঠিকানাঃ
bghm.rangpur@gmail.com
প্রয়োজনে যোগাযোগঃ
01792933584
01729401723
প্রতিযোগিতায় মনিটরিং এবং যাচাই বাছাই করবেন করবেনঃ
১. শ্রীমান প্রদীপ কান্তি দে,
সভাপতি, হিন্দু যুব মহাজোট,
কেন্দ্রীয় কমিটি।
২. রবীন্দ্রনাথ সরকার রিপন,
আহ্বায়ক, হিন্দু যুব মহাজোট
রংপুর জেলা শাখা।
৩. সৌরভ গাঙ্গুঁলী,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হিন্দু যুব মহাজোট
রংপুর জেলা শাখা।
৪. পলাশ রায় ,
আহ্বায়ক, হিন্দু ছাত্র মহাজোট
রংপুর জেলা শাখা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।