মোঃ মানিক ইসলাম, রুহিয়া থানা প্রতিনিধি:

‘ঠাকুরগাঁও স্টুডেন্টস’ এসোসিয়েশন, চবি চট্টগ্রামের বুকে এক টুকরো ঠাকুরগাঁও। ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়ে সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুকে নিজেদের পরিচয় সুপ্রতিষ্ঠিত করে চলেছে। বছরব্যাপি নানা রকম কর্মসূচি পালনের পাশাপাশি তারা ভর্তি পরীক্ষার সময় বিশেষ দায়িত্ব পালন করে আসছে।

আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে ৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা। উক্ত পরীক্ষায় ঠাকুরগাঁও থেকে আগত শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করবে সংগঠনটি। সেই সাথে মেয়ে শিক্ষার্থীদের জন্য একটি ফ্ল্যাট বাসায় থাকার সুব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়।

ঠাকুরগাঁও স্টুডেন্টস’ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হিমন সরকার হিমু বলেন, ভর্তি পরীক্ষাসংক্রান্ত ও আবাসন ব্যবস্থাসহ যেকোন সহযোগিতায় ঠাকুরগাঁও হতে আগত সকল পরীক্ষার্থীদের পাশে থাকবে TSA পরিবার।