মো:শামসুর রহমান হৃদয়,গাইবান্ধা প্রতিনিধি।

 

আজ বর্ণিল-৮০ পরিবারের পক্ষ থেকে গাইবান্ধা জেলার মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) কে ১৫০০০ মাস্ক হস্তান্তর করা হয়। এর মধ্যে ১০০০০ (দশ হাজার) রিইউজেবল এবং ৫ হাজার সার্জিক্যাল মাস্ক।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ আবদুল মতিন এবং বর্ণিল -৮০ পরিবারের প্রতিনিধি ও পুসাগের সদস্যরা। করোনা মোকাবেলায় বিভিন্ন সময়ে গাইবান্ধা জেলায় পুসাগের অক্সিজেন সিলিন্ডার সেবা, অক্সিজেন কনসেন্ট্রেটর সেবা, টেলিমেডিসিন সেবা, বিনামূল্যে করোনা ঔষধ সেবা, খাদ্য সরবারহ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসাবে এসব মাস্ক গাইবান্ধা জেলার ৭ উপজেলার স্কুল, কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধাপে ধাপে বিতরণ করবে পুসাগ।