শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২১ দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রথম ধাপ পুরুষ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ মিনহাজ আরেফিন এর সভাপতিত্বে এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আব্দুস সামাদ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সহকারি জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মোঃ ফারুক হোসেন, সার্কেল অ্যাডজুট্যান্ট মোছাম্মৎ সেলিনা পারভিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রশিদুল ইসলাম, সদর উপজেলা প্রশিক্ষক প্রবীর কুমার রায়সহ অন্যান্যরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রশিক্ষণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুলত আইনশৃঙ্খলা রক্ষা জঙ্গিবাদ মাদক এবং দেশ ও আত্মসামাজিক উন্নয়নে সহ বিভিন্ন বিষয়ে নিজেকে নিয়োজিত রাখতে হবে.

আর এ প্রশিক্ষন থেকে আনসার সদস্যরা দেশকে এগিয়ে নিতে অগ্রনী ভুমিকা পালন করবে বলে জানান তিনি।

এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৯০ জন ভিডিপি সদস্য।