ঠাকুরগাঁও জেলা মাইক্রোবাস ও কার মালিক সমিতির পুর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। গতকাল রোববার রাতে শহরের বঙ্গবন্ধু টেবিল টপ নামে একটি রেষ্টুরেন্টে মাইক্রোবাস ও কার মালিকদের সমন্বয়ে মিটিংয়ে সমঝোতার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় মোঃ আনিসুজ্জামানের সভাপতিত্বে আহবায়ক কমিটি বিলুপ্ত করে আগামী তিন বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যকারি পরিষদ গঠন করা হয়। নব নির্বাচিত কমিটির সভাপতি পদে মোঃ নূর এ শাহাদাৎ স্বজন ও সাধারণ সম্পাদক পদে সুমন কুমার ঘোষকে নির্বাচিত করা হয়। এছাড়া অন্যান্য পদে যারা রয়েছেন দ্রুত তাদের তালিকা প্রকাশ করা হবে বলে জানান কমিটির নেতারা।
এসময় নতুন কমিটির সভাপতি ও সম্পাদক বলেন, আগামী এক মাসের মধ্যে এ কমিটি সংগঠনের গঠনতন্ত্র, রেজিস্ট্রেশন নম্বর ও অফিস বাস্তবায়নের কাজ করবে সকল মালিকদের সহযোগীতায়।
এতে জেলার মালিক ও শ্রমিকদের বিপদ আপদে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। পরে নতুন কমিটির নেতাদের স্বাগত জানায় মাইক্রোবাস ও কার মালিকরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।