ঠাকুরগাঁওয়ের কাজী ও পুরোহীতদের নিয়ে বিবাহ, তালাক, রেজিষ্ট্রেশন এবং বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারি সংস্থা মানবকল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে ও মাদারিপুর লিগ্যাল এইড এসোসিয়েশন ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় আজ মঙ্গলবার দিনব্যাপি মানবকল্যাণ পরিষদ (এমকেপি)’র প্রশিক্ষণ কেন্দ্র এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কৃষ্ণ বর্মন । বিশেষ অতিথি ছিলেন জেলা রেজিষ্টার আবু তালেব সরকার, পৌর কাউন্সিলর ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দ্রৌপদি আগরওয়ালা।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটিরসহ: সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কাজী রফিকুল ইসলাম, আজহারুল ইসলাম, মানবকল্যাণ পরিষদ (এমকেপি)’র প্রকল্প সমন্বয়কারী নাজনীন বেগম স্নিগ্ধা, ছাত্রী সাবিনা ইয়াসমিন প্রমুখ।

কর্মশালায় বক্তারা বিবাহ, তালাক, রেজিষ্ট্রেশন এবং বাল্য বিবাহ প্রতিরোধে সরকারি আইন মেনে কাজ করা ও সকল অনিয়ম প্রতিরোধে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেন। এছাড়াও কর্মশালায় কাজী ও পুরোহীতদের বিবাহ, তালাক, রেজিষ্ট্রেশন এবং বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন আইন ও সরকারি নির্দেশনার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালা পরিচালনা করেন মাদারিপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এর সমন্বয়কারী এ্যাড. ইব্রাহিম মিয়া। এসময় কাজী ও পুরোহীতরা ছাড়াও সরকারি কর্মকর্তা, সমাজ কর্মী, এনজিও কর্মী, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন।