মহিউদ্দিন সানি (নরেন্দ্রপুর, যশোর থেকে) | “বন্ধুরা এসো শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই, আর্তমানবতার সেবায় এগিয়ে আসি, শীতার্তদের পাশে থেকে বন্ধুত্বের জয় হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসএসসি’৯৫ ও এইচএসসি’৯৭ ফাউন্ডেশনের যশোর জেলা শাখার বন্ধুদের উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা গ্রামের জামতলায় স্থানীয় দরিদ্র নারী-পুরুষের হাতে এ শীতবস্ত্র তুলে দেওয়া হয়। কম্বল বিতরণ কালে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম সুজন,প্রীতেষ তালুকদার,কামরুল হাসান,বিদ্যুৎ কুমার দে, মাসুদ করিমসহ প্রমুখ।
এসএসসি’৯৫ ও এইচএসসি’৯৭ ফাউন্ডেশনের যশোর শাখার সদস্যরা জানান, তাদের এই ধরনের বিভিন্ন মানবিক কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে। কম্বল বিতরণ শেষে ৯৫/৯৭ ফাউন্ডেশনের অসুস্থ সদস্য বন্ধু হিমেল হিমু’র সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।