দিনাজপুরের বিরামপুরে আনন্দ শোভাযাত্রা, শীতবস্ত্র বিতরণ, এতিমদের মাঝে খাবার বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফ্যলের বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
(৪ জানুয়ারি) গতকাল মঙ্গলবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগের (অস্থায়ী কার্যালয়) ঢাকামোড়ে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় ও ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এতিমখানায় খাবার বিতরণ ও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চলনায় কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শীবেশ কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল,সাবেক কেন্দ্রীয় স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ শাহরিয়ার ফেরদৌস হিমেল, সাবেক ছাত্রলীগের আহব্বায়ক নাসিম আনসারী ও সাধারণ সম্পাদক প্রীতিময় হোসেন পলাশ, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহব্বায়ক আব্দুর রহমান রয়েল ও পৌর স্বেচ্ছাসেবকলীগের আহব্বায়ক খায়রুল আলম মুকুট, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মৃত্যুঞ্জয় স্বদেশ, সাংগঠনিক সম্পাদক সোয়েব মন্ডল, উপজেলা, পৌর ও ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।