মোঃ এনামুল হক, স্টাফ রিপোর্টার: গতকাল নড়াইল জেলা রুর‍্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ) কমিটির উদ্দোগে ইফতার পার্টি ও দোয়া মাহফিলের আয়োজন করেন নড়াইল জেলা আরজেএফ সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, সাঃসম্পাদক স্বপন কুমার দাস, দৈনিক ভোরের পাতা পত্রিকা, নড়াইল জেলা প্রতিনিধি এবং কমিটির সকল সদস্যবৃন্দ, লোহাগড়া উপজেলা রুর‍্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ)সভাপতি মোঃ এনামুল হক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা নড়াইল জেলা প্রতিনিধি।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

৩০এপ্রিল-২০২২ইং রোজ শনিবার নড়াইল আরজেএফ অফিস কক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পূর্ণ হয়।

এসময় উপস্থিত ছিলেন মোঃ সুলতান মাহমুদ-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস),নড়াইল আরজেএফ কমিটির সদস্যবৃন্দ সাংবাদিক সোহানা পারভিন জনি-মহিলা বিষয়ক সম্পাদিকা, মোঃ আব্দুল কাদের কার্যনির্বাহী সদস্য(আরজেএফ), দৈনিক গ্রামের কাগজ পত্রিকা,নড়াইল জেলা প্রতিনিধি, মোঃ আবু তাহের সাধারন পরিষদ সদস্য(আরজেএফ)-জেলা প্রতিনিধি দৈনিক বর্তমান পত্রিকা, মোঃ জুয়েল রানা-সাধারন পরিষদ সদস্য(আরজেএফ), অশোক কুন্ডু-দৈনিক লোকসমাজ পত্রিকা, নড়াইল জেলা প্রতিনিধি, আরোও অনেকে উপস্থিত ছিলেন।