রাব্বি আহমেদ, বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্দোগ ৫ শতাধিক শীতার্তদের মধ্য শীতবস্ত্র বিতরণ করা হয়।
বরগুনা সরকারী কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র আ্যাডঃ কামরুল আহসান মহারাজ, সরকারী কলেজের উপাধ্যক্ষ আব্দুস ছালাম, চ্যানেল আই, প্রতিনিধি হাসান ঝন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল,সহ সামাজিক নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
মেয়র আ্যাডঃ কামরুল আহসান মহারাজ বলেন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ বরগুনার উপকূলীয় শীতার্তদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য।এই শীতবস্ত্র পেয়ে অস্বচ্ছল পরিবার উপকৃত হবে।
বিশেষ করে, প্রতিবন্ধী,তৃতীয় লিঙ্গ, বৃদ্ধ, হাফেজ, বেদে সম্প্রদায়কে শীতবস্ত্র দেয়ায় তিনি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
শীতবস্ত্র পেয়ে তৃতীয় লিঙ্গের নেত্রী লিপি, আবেগআপ্লুত হয়ে বলেন,আমাদের সকলে অবহেলা করে,পরিবারও আমাদের খোঁজ খবর নেয়না।আজ আমরা শীতবস্ত্র পেয়ে সন্মানিত হয়েছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।