জুনাইদ আল হাবীব, নেত্রকোনা প্রতিনিধি: “সচেতনতায় আমরা, মানবতায় আমরা সর্বত্রই আমরা দেশ ও দেশের মানুষের তরে” এই স্লোগানটি সামনে রেখে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ মানববন্ধু সেবা ফাউন্ডেশন পরিবারের সদস্যরা সমাজের সকল অসহায় মানুষের ধারে ধারে।
আজ জেরিন আক্তারের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস তাদের। দেখতে ফুটন্ত গোলাপের মত ফুটফুটে একটি বাচ্চা।জেরিন দেখতে অন্য সবার মত হলেও তার চালচলন অন্য দশজনের থেকে ভিন্ন।কারণ সে অন্যের উপর নির্ভরশীল । অন্যের উপর ভিত্তি করেই তার বেচে থাকার স্বপ্ন।তাই স্বপ্ন পূরনের চেস্টায় পাশে থাকেন বাংলাদেশ মানববন্ধু সেবা ফাউন্ডেশন।
নেত্রকোনা সদর উপজেলার কে-গাতী ইউনিয়নের সাটিয়া গ্রামের বাসীন্দা জেরিন।তার বাবার নাম বাচ্চু মিয়া।আমাদের মত তার হাত-পা থাকলেও সে জন্মের পর থেকেই হাটতে পারে না ।তাই তার চলাচলের জন্য একটি হুইল চেয়ার অতীব জরুরি হয়ে পরে।কিন্তু হুইল চেয়ার কিনে দেওয়ার মত সামর্থ্য জেরিনের বাবার নেই।
এই অসহায়ত্ত্বের খবর পেয়ে বাংলাদেশ মানববন্ধু সেবা ফাউন্ডেশন তার পাশে দাড়ায় ।জেরিন যাতে সাময়িক চলাচল করতে পারে,নিজ ইচ্ছায় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে তার জন্য বাংলাদেশ মানববন্ধু সেবা ফাউন্ডেশনে’র পক্ষ থেকে জেরিন কে একটি হুইল চেয়ার উপহার দেওয়া হয়।সেই হুইল চেয়ার পেয়ে জেরিন এবং তার পরিবার আনন্দে উল্লসিত হয়ে পরে।এইভাবে হাসি ফুটে উঠুক প্রতিটি অসহায় পরিবারের মুখে সেই প্রত্যাশা
মানবতার পাশে থেকে সর্বাধিক সহযোগীতা করার জন্য “বাংলাদেশ মানববন্ধু সেবা ফাউন্ডেশনে’র” পক্ষ থেকে ‘শাহরিয়ার আহমেদ হিমেল’ ভাই’য়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।
এছাড়া উক্ত সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাদ্দাম হোসেন রাতুল, আমির হামজা, খলিলুর রহমান, হানজালা সিদ্দিকী ও দিদারসহ আরো অনেকেই। এইভাবেই সবসময় মানবতার পাশে থাকবেন সেই কামনা করেন।
সার্বিক তত্ত্বাবধানে: বাংলাদেশ মানববন্ধু সেবা ফাউন্ডেশন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।