হৃদয় আহমেদ: কলমাকান্দা নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ২ নং নাজিরপুর ইউনিয়নে গতকাল শনিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পূর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে বীর মুক্তিযোদ্ধার সন্তান অঞ্জন সরকার বাবনের সঞ্চালনায় ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, আনোয়ার হোসেন আজাদ, মজিবুর রহমান লাল মিয়া ও আব্দুল জব্বার সহ আরো অনেকেই।
কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, আব্দুল ওয়াদুদ রতন, সদস্য সচিব আইনুল হক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
এসময় বীর মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মৃতঃ আব্দুর রহিম মন্ডলের সন্তান নাজিরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুল ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বর্তমান সভাপতি আব্দুল ওয়াদুদ রতন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।