পাইকগাছার লস্কর ইউনিয়ন পরিষদে খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতাল বিনা মূল্যে তিন শতাধিক চক্ষু রোগীর সেবা দিয়েছেন।

রবিবার সকাল হতে লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংক ও চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনের তত্বাবধানে বিনা মুল্যে এ সেবা প্রদান করা হয়।

এসময় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের দুই জন সহকারী সার্জন চিকিৎসক মোঃ আসিফ হাসান ও চিকিৎসক অপূর্ব পাল তিন শতাধিক চক্ষু রোগীকে সেবা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান তাজউদ্দীন আহমেদ, চক্ষু শিবির ক্যাম্প সহকারী জসিম উদ্দিন, রাতুল মাহমুদ আকাশ, রানা খান, মেহেদী হাসান,ওবায়দুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম প্রমুখ।