বিজ্ঞান ভিত্তিক প্রাণি লালন-পালন বিষয়ে প্রদর্শনী অনুষ্ঠিত

 

ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান ভিত্তিক প্রাণি লালন পালন, উৎপাদন বৃদ্ধি, দুগ্ধ পন্যের বাজার ও পুষ্টির চাহিদা নিশ্চিতকরনে নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রাণি সম্পদ দপ্তরের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম (বিডি হল) চত্বরে এই মেলার আয়োজন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মামুন-অর-রশিদ, ডেইরি মালিক এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম প্রমুখ।

প্রদর্শণীতে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগী, ভ্যাকসিন, নেপিয়ার ঘাষসহ উপকরণ প্রদর্শণ করা হয়।