মণিরামপুর প্রতিনিধি: দুর্ঘটনার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিকারী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে ১৫ মে সোমবার মণিরামপুর পৌর শহরের দক্ষিণ মাথা বাসস্ট্যান্ড মহাসড়ক সংলগ্নে সকাল ১০টায় বিশ্ব সড়ক সপ্তাহ ২০২৩ উদযাপন ও নিরাপদ সড়কের দাবিতে চালক-পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষে সকল শ্রেণি পেশার মানুষদের অংশগ্রহণে “মানববন্ধন” অনুষ্ঠিত হয়।

শাখা আহবায়ক মোঃ মুনছুর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব এস.এম. হাফিজুর রহমানের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, নিসচা মণিরামপুর উপজেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, নির্বাহী সদস্য সহযোগী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, সহযোগী অধ্যাপক বোরহান উদ্দীন জাকির, যুগ্ম আহবায়ক মোঃ শামছুজ্জামান, মোঃ শফিকুল ইসলাম, মোহাম্মদ বাবুল আকতার, সুরাইয়া আক্তার ডেইজী, আসাদুজ্জামান, নজরুল ইসলাম গাজী, বোরহান উদ্দীন, মোঃ ইদ্রিস আলী প্রমুখ।

উল্লেখ্য সম্প্রতি মণিরামপুুরসহ সারাদেশে সড়ক দুর্ঘটনা অতিমাত্রায় রূপ নিয়েছে। কোন ভাবেই থামছেনা সড়কে এ অপমৃত্যু। নিরাপদ সড়ক চাই, মণিরামপুর উপজেলা শাখা চালক-পথচারীদের সচেতন করতে সপ্তাহ ব্যাপি সচেতনতামূলক বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছে, অনুষ্ঠিত মানববন্ধন ছিলো প্রথম কর্মসূচি।