আবু রায়হান | নিজেস্ব প্রতিবেদক : আজ ২৪শে অক্টোবর ২০২১, রোজ রবিবার আয়োজিত হলো ব্লাড ব্যাংক অফ ঝিনাইদহ মিলনমেলা ও সম্মাননা ক্রেস্ট বিতরণ কর্মসূচি, সেই সাথে মানবতার ব্লাড ফাউন্ডেশন এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্যদের সাংগঠনিক সনদপত্র প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোঃ মামুনুর রশিদ (স্টেশন অফিসার ফায়ার সার্ভিস কালীগঞ্জ, ঝিনাইদহ), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিক ঘোষ (কালিগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি, দৈনিক আমাদের সময় ও দৈনিক পূর্বাঞ্চল), বিশেষ অতিথি বসির আহম্মেদ চন্দন ( প্রিজম কম্পিউটার ট্রেনিং সেন্টার)।
আরও উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংক অফ ঝিনাইদহের সকল সদস্য বৃন্দ।প্রধান অতিথিসহ বিশেষ অতিথি সংগঠনের সকল সদস্যদের মঙ্গল কামনা ও বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন।
এ সময় সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন ব্লাড ব্যাংক অফ ঝিনাইদহে সম্মানিত সভাপতি শহিদুল রহমান, সাংগঠনিক সম্পাদিকা মিস রুনা খাতুন,কর্মসূচি পরিকল্পনা সম্পাদক ও (মানবতার ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি) আবু রায়হান।
আলোচনা শেষে সেরা অ্যাক্টিভিটি এবং সর্বোচ্চ রক্তদাতা সংগ্রহকারী দের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।