আজ শুক্রবার মাগুরা জেলার মহম্মদপুরে বিলুপ্তপ্রায় কবি গানের জমজমাট আসর হয়ে গেল।পূর্বেকার দিনে গ্রামে গ্রামে,পাড়ায় পাড়ায় নিয়মিত কবিগানের আয়োজন হলেও এখন আর তেমন চোখে পড়ে না।
তবে কোথাও কোথাও বছরে এক দুইবার আয়োজন করার খবর পাওয়া যায়। আজ মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে পাঁচুড়িয়া স্পোর্টিং ক্লাব এর উদ্বোধন উপলক্ষে পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কবি গান প্রতিযোগিতা।পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকা থেকে শুরু হয় ঐতিহ্যবাহী এই কবি গানের জমজমাট লড়াই। কবি গান পরিবেশন করেন কোটালীপাড়ার নামকরা কবি স্বপন সরকার ও গোপালগঞ্জের তুখোড় শিল্পী নরোত্তম সরকার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচুড়িয়া স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করেন মাগুরার গণমানুষের নেতা, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, মাগুরা-২ আসনের বারবার নির্বাচিত সাংসদ ড. শ্রী বীরেন শিকদার এমপি মহোদয়। ১ নং বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মোঃ সাজ্জাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তফা কামাল সিদ্দিকী লিটন,মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তারক বিশ্বাস,মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ তোতা মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, মহম্মদপুর বীরেন শিকদার আদর্শ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মিজানুর রহমান মিলন,২ নং বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, বাবুখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর মোঃআব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস, বালিদীয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ পান্নু মোল্লা,জেলা পরিষদের সংরক্ষিত সদস্য জনাবা নাজনীন রব্বানী, বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মাগুরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব এ্যাডঃ সাজিদুর রহমান সংগ্রাম,বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলী রেজা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।