এন এম রায়হান(নিজেস্ব প্রতিবেদক): ২৬/০৯/২০২১রোজ:রবিবার সকাল ১০টার দিকে একদল স্বেচ্ছাসেবী  মিলে অনেক কষ্ট করে জালালসী গ্রামের একজন অসহায় প্রতিবন্ধী আব্দুল সামাদ চাচার জন্য মানবতার ফেরীওয়ালা নড়াইল (নড়াইল অক্সিজেন গ্রুপ) পক্ষ আজ ২য় বার আরও একটি হুইল চেয়ার উপহার হিসেবে দেওয়া হয়।

সেখানে উপস্থিত ছিলেন মানিক সরকার, হেলাল মাহমুদ, শামীম হোসেন, তসলিম, জুবায়ের, শফিকুল ইসলামসহ আরও অনেকই। সংগঠনটির সদস্য মানিক সরকান বলেন যে রক্তদানের পাশাপাশি তারা তাদের এই সেবাটি চলমান করেছে, এখন প্রতিনিয়ত তাদের কাছে আরো অনেক হুইল চেয়ারের রিকুয়েস্ট আসছে ।

মানবতার ফেরিওয়ালা স্বেচ্ছাসেবী সকলের সহযোগিতা কামনা করছে।তাদের উদ্দেশ্য সকল প্রতিবন্ধী ভাইয়েরা নিজের মতো করে যেনো চলাচল করতে পারে। কেউ যদি তাদের সাথে থেকে হুইল চেয়ার কিনার জন্য সহযোগীতা চান যোগাযোগ করবেন (সাংগঠনিক বিকাশ নম্বর 01758-334077 )।