নিজস্ব প্রতিনিধি: ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই শ্লোগানকে সামনে রেখে মণিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অর্জিত
ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় উদযাপন ও শান্তি সম্প্রীতির আহবানে বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় মণিরামপুর উপজেলা পরিষদের সামনের মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

সুজন_ সুশাসনের জন্য নাগরিক ও পিএফজি(পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) মণিরামপুর উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিএফজির পিস এ্যাম্বাসেডর ও জাসাস নেতা আসাদুজ্জামান রয়েল।

নিরাপদ সড়ক চাই মণিরামপুর উপজেলা কমিটির সদস্য সচিব ও পিএফজির সদস্য এস.এম হাফিজুর রহমানের সঞ্চালনায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুজনের উপজেলা কমিটির সভাপতি ও পিএফজির উপজেলা কো-অর্ডিনেটর অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন,পিএফজির সদস্য ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এড. মুজিবর রহমান, পিএফজি’র সদস্য অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার, প্রভাষক হাসিনা আকতার কাকলী, সুজন উপজেলা কমিটির সদস্য গৌতম ঘটক, সদস্য শামছুজ্জামান, হাবিবুর রহমান নয়ন প্রমুখ।