মোঃইমরান হোসেন
স্টাফ রিপোর্টারঃ

‘প্রবাসী ঐক্য বৃদ্ধি করি, সুখি সমৃদ্ধ সমাজ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রবাসীদের উদ্যোগে গঠিত সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ভূনবীর চৌমুহনী প্রবাসী কল্যাণ সংগঠন” এর কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকাল বেলায় শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর চৌমুহনীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে “ভূনবীর চৌমুহনী প্রবাসী কল্যাণ সংগঠন” এর কার্যক্রম আনুষ্ঠানিক শুভ উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আছকির মিয়া। ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর সহকারী শিক্ষক মো. জাবেদ মিয়া এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি প্রবাসী মো. সাহেদ আলী। এসময় উপস্থিত ছিলেন ভূনবীর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মো. জালাল মিয়া, ভূনবীর চৌমুহনী জামে মসজিদের ইমাম মো. আব্দুল মান্নান সাহেব, ব্যবসায়ী মো. আব্দাল মিয়া, ভূনবীর চৌমুহনী প্রবাসী কল্যাণ সংগঠনের সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এ সময় “ভূনবীর চৌমুহনী প্রবাসী কল্যাণ সংগঠন” এর পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের প্রায় ১১৫ জন গরিব মানুষের মধ্যে ঈদ উপহার হিসাবে কাপড় বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি মো. আছকির মিয়া সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অতিথিবৃন্দদেরকে বরণ করে নেওয়া হয়।
ভূনবীর চৌমুহনী প্রবাসী কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা গিয়াস মিয়া বলেন, আমরা প্রবাসীদের উদ্যোগে এই সংগঠনটি শুরু করলাম। আমরা এই সংগঠনের মাধ্যমে মানবতার সেবায় কাজ করে যাবো। আমরা অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য কাজ করবো।