শিক্ষা, সংস্কৃতি, রক্তদান, প্রতিভা, উদ্যোগের সাথে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “উত্তরণ বাংলাদেশ” এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্তে এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সদস্য মোঃ ওমর ফারুক কে সভাপতি ও সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মহিউদ্দিন সানি কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
কমিটির পদায়নে অন্যান্যরা হলেন : সহসভাপতি মঞ্জুরুল ইসলাম, যুগ্ম-সাধারণসম্পাদক সুজন আইচ, আব্বাস খান, সাংগঠনিকসম্পাদক সাজিদুল হাসান সাজিদ, মোঃ বোরহানউদ্দীন, দপ্তরসম্পাদক এইচ এম হাবিবুল্লাহ বিলালী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃমারুফ হোসেন,কোষাধক্ষ্য সুমন হোসেন (টনি),সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শাহীন খান, শিক্ষা,পাঠচক্র বিষয়ক সম্পাদক মাহাবুব হাসান, ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিতাই অধিকারী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আজমির হাসান আকাশ, যোগাযোগ বিষয়ক সম্পাদক (অভ্যন্তরিন/বহিঃ) বি এম ইউসুফ পারভেজ, পরিবেশ বিষয়ক সম্পাদক প্রান্ত প্রতিম সাহা, কার্য্যকরি সদস্য নাবিল আহম্মেদ রিজু,মাহামুদুল হাসান সাগর, মোঃআশিকুররহমান, সাকিবুজ্জামান সাকিব, হাসিবুল ইসলাম শান্ত।
নবগঠিত কমিটি গঠনের বিষয়ে সংগঠনের সভাপতি মোঃ ওমর ফারুক বলেন, ” স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “উত্তরণ বাংলাদেশ” সবসময় মানবতার কল্যানে কাজ করে থাকে। দেশের ক্রান্তিকালে আমাদের সংগঠন সবসময় মাটি এ মানুষের জন্য করেছে। আমাদের নতুন কমিটিতে তরুন নেতৃত্বকে সামনে আনার চেষ্টা করেছি। আশা করি, তাদের নেতৃত্বে উত্তরণ বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। “
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।