আগামী ২১ মে শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত নগরীর সোনালী ব্যাংক চত্বরে খুলনা বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে আজ বুধবার (১১ মে) বিকাল ৫ টায় পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সহ সভাপতি ও সমাবেশ বাস্তবায়ন নির্বাহী কমিটির সহকারী পরিচালক মুফতী মাহবুবুর রহমান এর সভাপত্বিতে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সেক্রেটারী ও সমাবেশ বাস্তবায়ন নির্বাহী কমিটির সহ নির্বাহী পরিচালক হাফেজ আসাদুল্লাহ আল গালীব এর সঞ্চালনায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।


২১ মে খুলনা বিভাগীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে কয়েকটি উপ কমিটি গঠন করা হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন সমাবেশ বাস্তবায়ন কমিটির বিভাগীয় সদস্য সচিব আলহাজ্ব মুফতি আমানুল্লাহ, জেলা নির্বাহী সহ-পরিচালক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মুহা. নাসির উদ্দীন, মাওলানা হাফিজুর রহমান, ইমরান হোসেন মিয়া, গাজী ফেরদৌস সুমন, ইব্রাহিম ইসলাম আবীর, আবু রায়হান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ নেতৃবৃন্দ।