রাব্বী হোসাইন,পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর পত্নীতলায় ‘নজিপুর পরিবার’ ফেসবুক গ্রুপের ২০ হাজার সদস্য পূর্ণ হওয়ায় ছিন্নমূল/অসহায়, ভান চালক,  পথচারীদের  মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর)   দুপুরে নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদ চত্বরে গ্রুপের সিনিয়র এ্যাডমিন মোঃ রবিউল ইসলাম (শুভ) এর নেতৃত্বে এসময় গ্রুপ এ্যাডমিন মোঃ রায়হান, সকল মডারেটর এর তত্বাবধানে ও সদস্যদের সার্বিক সহযোগিতায় প্রায় ৩শ মানুষের হাডে খাবার তুলে দেওয়া হয় ।
উল্লেখ এর আগেও বিভিন্ন সময়ে   নজিপুর পরিবারের উদ্যোগে এতিমখানা, মাদ্রাসা, স্কুলের শিক্ষার্থীদের মাঝে কোরআন, খাতা কলম সহ  মানা শিক্ষা উপকরন ও খাবার বিতরণ করে ছেন।
গ্রুপের সিনিয়র এ্যাডমিন মোঃ রবিউল ইসলাম (শুভ) বলেন আমরা সবসময় অসহায়, এতিম ও মেধাবী ছাত্রদের সহযোগিতাসহ সেবামূলক কাজ করে যেতে চাই। এজন্য সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করছি।