ন্যাশনাল এফএফ ফাউন্ডেশন জামালপুর জেলা ইউনিট কমান্ড কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল এফএফ ফাউন্ডেশন জামালপুর জেলা ইউনিট কমান্ড কর্তৃক জামালপুর প্রেসক্লাবে প্রাঙ্গণে গত শনিবার সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ্ মো: আ: রাজ্জাকের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্টিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুক্তরাষ্ট্রস্থ জামালপুর সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা,সাধারণ সম্পাদক লুৎফর রহমান। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সেক্টর ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ জামালপুর এর সভাপতি ইঞ্জিনিয়ার মো: আব্দুর রশীদ,সভাসভাপতি জেলা আওয়ামীলীগোর সাবেক যু্গ্মা সাধারন সস্পাদক অধ্যাপক সুরুজ্জামান, কৃষিবিদ মুখলেছুর রহমান ৭ টি উপজেলার সভাপতি/ আহবায়কসহ নেতৃস্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ। আলোচনা শেষে মুক্তিযুদ্ধাদের মাঝ শীতবস্ত্র ও খাবার বিতরন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।