মণিরামপুর প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শুভযাত্রা শুরু করেছে মণিরামপুরের একঝাঁক স্বেচ্ছাসেবক নিয়ে কলম কথা ফাউন্ডেশন।
শুভযাত্রায় প্রভাতফেরি শেষে স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে মণিরামপুর কেন্দ্রীয় বঙ্গবন্ধু মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করে কলম কথা ফাউন্ডেশন।
এসময়ে কলম কথা ফাউন্ডেশনের আহবায়ক মোঃ হাবিবুল্লাহ হুসাইন,যুগ্ম আহবায়ক মোঃ তহিদুল ইসলাম,যুগ্ম আহবায়ক আবু রায়হান,যুগ্ম আহবায়ক সুমন বিশ্বাস, আব্দুল ওয়াদুদ, শরফুদ্দীন,ইমরান হোসেন,বিথিকা সুলতানা,সাথী চক্রবর্তী,চন্দনা দাস,তুহিনুর রহমান,তারক পাল,অরবিন্দু দাস,জয়ন্তী দাস ও অসংখ্য স্বেচ্ছাসেবকসহ ডাক্তার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি লক্ষ্য করা যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।