শিক্ষক গনেশ চন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে প্রভাত দেবনাথের সঞ্চালনায় অনির্বাণ লাইব্রেরির অডিটোরিয়ামে অনির্বাণ লাইব্রেরির মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংগীতের সুর ধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনির্বাণ লাইব্রেরির সম্মানিত উপদেষ্টা ও দাতা সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জনাব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাগণ,অনির্বাণ লাইব্রেরির সদস্য ও কর্মকর্তাগণ,এলাকার সুধীজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষক ছাত্র ছাত্রী বৃন্দ।আলোচনা শেষে ছাত্র ছাত্রীদের বৃক্ষরোপণে আগ্রহ বাড়াতে নারিকেলের চারা প্রদান করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জনাব তপন কান্তি ঘোষ নিজ হাতে বৃক্ষরোপণ করে অনির্বাণ লাইব্রেরির মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনির্বাণ লাইব্রেরির এবছর মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে তাল ও নারিকেলের চারা বিতরণ ও রোপন করার উদ্যোগ নিয়েছে বলে ও জানা যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।