জিএম টিপু সুলতান মনিরামপুর যশোর: মনিরামপুরের নেহালপুর বঙ্গমাতা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে ২৫ জন সদস্য নিয়ে দর্জি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী সৃষ্টির লক্ষে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। ২৫ জন সদস্যের মধ্যে ৫ দিনব্যাপী এই উদ্বোধন কর্মশালার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলের এসএম নজরুল হক জেলা সমবায় অফিসার যশোর আলোচনা ও উদ্বোধনের মধ্য দিয়ে এর কার্যক্রম ঘোষণা করেন। কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মুক্তাদির আরো উপস্থিত ছিলেন প্রধান সহকারী আব্দুল হামিদ যশোর।
ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন মোহাম্মদ বিল্লাল হোসেন মাস্টার আলপনা টেইলার্স যশোর।
প্রধান অতিথির বক্তব্যে উনি বলেন মাননীয় মন্ত্রী মহোদয় নির্দেশে আমরা গ্রাম্য অবকাঠামো উন্নয়নের জন্য সমবায়ভিত্তিক অসহায় দরিদ্র মানুষের স্বাবলম্বী করার লক্ষ্যে আমরা এই কুটির শিল্পের মধ্য দিয়ে হতদরিদ্র মহিলাদের কর্মসংস্থান ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য।
তাই সকলের প্রশিক্ষণ এর মধ্য দিয়ে সমবায়ভিত্তিক নিজের ভাগ্যকে উন্নয়ন করা সম্ভব হবে বলে আমরা মনে করি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।