ঈদের আনন্দ ভাগাভাগি করতে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন FCBF এর উদ্যোগে ঈদ-উল-ফিতর উপলক্ষে শতাধিক এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পাঞ্জাবী , বোরকা এবং ছোট বাচ্চাদের পোশাক উপহার দেওয়া হয়েছে ।
২৮ রমজান ৮ এপ্রিল সোমবার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে রেজওয়ান আহমেদ রিফাত এর সভাপতিত্বে এবং সাব্বির আহমেদ রিয়াদের সঞ্চালনায় এ-সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব, এস এম রবিউল ইসলাম ( রবি ), রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মাসুদ কামাল তুষার, ICT বিষয়ক সম্পাদক রাজগঞ্জ প্রেসক্লাব মোঃ নজরুল ইসলাম, , পরিচালক বাহেরিয়া মেডিকেল তুহিনুর রহমান, এবং সাংবাদিক অমারেশ বিশ্বাস, জসিম উদ্দিন, হেলাল উদ্দিন, উত্তম চক্রবর্তী সহ অত্র স্বেচ্ছাসেবী সংগঠনের অর্ধ শতাধিক সদস্যগণ ।
বিতরণী অনুষ্ঠানে সভাপতি রেজওয়ান আহমেদ রিফাত বলেন স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতি বছর রমজান মাসে পথচারী সহ হাফেজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিলের আয়োজন করে এবং সদস্যরা গ্রাম, মহল্লায় খুঁজে খুঁজে এতিম ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের খোঁজ নিয়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ঈদ বস্ত্র সহ ঈদের বাজার করে দিয়ে থাকে।আমরা বিভিন্ন সময়েও সংকটাপন্ন ব্যক্তিদের পাশে ছিলাম। ভবিষ্যতেও থাকবো ইন শা আল্লাহ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।