মুত্তাহিদ ইসলাম মারজান ,উলিপুর প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে তিস্তা নদী বেষ্টিত বাঁধরাস্তায় ও চর বজরা নামক এলাকার বানভাসিদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২০জুন) বিকেল ৫ ঘটিকায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায়, উলিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক জাকিউল ইসলাম পিনুর উদ্যোগে বন্যায় পানিবন্দী ১০০ টি পরিবারের মাঝে এ শুকনা খাবার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,বজরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহানুর রহমান সুজন সহ ইউনিয়ন ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ সহ আরো অনেকে।
উল্লেখ্য বন্যার্ত ১০০টি পরিবারের মাঝে চিড়া,চিনি,বিস্কুট,স্যালাইন,মোমবাতি,পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ও দিয়াশলাই দেয়া হয়।
জাকিউল ইসলাম পিনু আরো বলেন সংকট মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগ উলিপুর উপজেলা শাখা সবসময় প্রস্তুত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।