জুবায়ের হোসেন শিহাব স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও তার পরিবারের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার বিতরণ করেছে ঈশ্বরগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের নেতা জুবায়ের হোসেন শিহাব। শুক্রবার (২৯ এপ্রিল) ঈশ্বরগঞ্জ পৌর এলাকার খাদ্য গুদাম সংলগ্ন এতিমখানায় পৌর ছাত্রলীগে সদস্য জুবায়ের হোসেন শিহাবের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও তার পরিবারের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া কামনা করা হয়। ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন শিহাব জানান, আল্লাহ্ এতিদের খুবই ভালোবাসেন এবং এতিমের দোয়া কবুল করেন। তাই আজ হুমায়ুন কবির ভাই ও তার পরিবারের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এতিমদের নিয়ে ইফতার করলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।