ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে স্বেচ্ছাসেবকলীগ নেতাদের খাদ্যসামগ্রী বিতরণ
ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।
শনিবার (১০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের দক্ষিণ চামেশ্বরী গ্রামে পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাপোলোর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ০৯টি পরিবারের মাঝে চাল, আটা, তেল, লবণ, আলু, ডাল, বুট, বিস্কুট, সাবান, মাক্স,নগদ অর্থ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান চয়ন, প্রচার সম্পাদক কুরবান আলী, ত্রাণ ও দুর্যোগ বিষয় সম্পাদক মুক্তা, সাংবাদিক ও গণসংযোগ বিষয় সম্পদাক জুয়েল ইসলাম শান্ত, জেলা কমিটির সদস্য জাহিরুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু ওয়াফু তপু, সাংগঠনিক সম্পাদক মিঠুন রানা, রুহিয়া থানা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আনারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হাসান পান্না, সাধারণ সম্পাদক নূর ইসলাম তালাশ, বড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনরঞ্জন দেবনাথ মনি প্রমূখ।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কাজ হচ্ছে জনগনের কল্যাণে মানুষের সেবা করা। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বিপদে জনগনের পাশে দাঁড়াবে এটাই আমাদের কাজ। এরই লক্ষে আজ আমরা এখানে এসেছি। আমরা সব সময় চেষ্টা করে সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়াবার। এরই লক্ষে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবকলীগ।
গত রোববার (৪ এপ্রিল) রাতে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের চমেশ্বরী গ্রামে আবদুল হাইয়ের বাসার রান্নাঘর থেকে এই আগুনের ঘটনাটি ঘটে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।