নানা আয়োজনের মধ্যে দিয়ে ঠাকুরগাঁওয়ে উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত দৈনিক যুগের আলো’র পত্রিকার ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার বিকালে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি’র কার্যালয়ে জেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম ভুট্টোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেইলি অবজারভারের প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, রিপোর্টার্স ইউনিটি’র সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, দৈনিক স্বাধীন মতের জেলা প্রতিনিধি এস এম মোক্তাদেরুর জ্জামান রাসেল, দৈনিক যুগের আলো’র পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি এ এইচ লিটন, আনোয়ার হোসেন আকাশ, দৈনিক কলম কথা’র ঠাকুরগাঁও ব্যুরো প্রধান মোঃ আল-আমিনসহ অনেকে। এরপর কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এ সময় বক্তাগণ বলেন দৈনিক যুগের আলো মানবতার পক্ষে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যুগের আলো’র ধারাবাহিকতা অব্যাহত থাকুক। দৈনিক যুগের আলো’র দীর্ঘ পথ পথচলা আরও গতিশীল ও চিরজীবী হোক, এই শুভ কামনা করেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।