কেএম জহুরুল হক (জনি) গাইবান্ধা থেকে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. হাছান মাহমুদ এমপি বলেছেন, গত সাড়ে ১৩ বছর ধরে যারা আওয়ামী লীগ করছেন তারা দলের দু:সময় দেখে নাই।

দলের দূর সময়ে যারা আওয়ামীলীগের পাশে ছিল নেতৃত্বেও পাশে ছিল তাদেরকেই আগামী দিনের দলের নেতৃত্বে বসানোর হবে। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী এবং দুর্নীতি-অপকর্মে জড়িত যারা তাদের কোন স্থান নেই আওয়ামীলীগে। আওয়ামীলীগের নাম ভাঙিয়ে বিভিন্ন কর্মকান্ডে জড়িত অতিথি পাখিদের প্রতিহত করতে নেতাকর্মীদের ঐকবদ্ধ থাকার আহবান জানান তিনি।

 

আজ রবিবার দুপুর ১২টার দিকে গাইবান্ধায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানের আগে সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর মন্ত্রী রাধাকৃষ্ণপুরে এসকেএস ইন রিসোর্টে মধ্যহ্নভোজে অংশ নেয়। এরপর সেখানে তিনি জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগদান করেন।গাইবান্ধা জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সৈয়দ শামস উল আলম হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. হাছান মাহমুদ এমপি। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক,বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য এ্যাড.হোসনে আরা লুৎফা ডালিয়া,এ্যাড. সফুরা বেগম রুমি। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনসহ গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নেতাকর্মীগণ । এরআগে, সকাল সাড়ে ১১টার দিকে সড়ক পথে সৈয়দপুর বিমানবন্দর থেকে গাইবান্ধা সার্কিট হাউজে এসে পৌঁছান মন্ত্রী। এ সময় মন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগ ছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।