আব্দুল কাইয়ুম, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি শহরের প্রানকেন্দ্র পাঁচ মাথা ডাক্তার বাড়ি সংলগ্ন অবস্হিত ইউ,সিবি ব্যাংক কর্তৃক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশের অসহায় হতদরিদ্র গরীব ছিন্নমূল মানুষেরা যখন শীতে কাঁতরাচ্ছে ঠিক সেই মুহূর্তে ইউ,সিবি ব্যাংক সারা বাংলাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে ৩০’ই জানুয়ারী সোমবার বিকেল ৪ ঘটিকায় সময়ে পাঁচবিবি ইউ, সিবি ব্যাংকের কার্যালয়ে প্রায় ৩ শতাধিক অসহায় হতদরিদ্র গরীব প্রতিবন্ধী নারী পুরুষ সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট ইউ, সিবি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ফারুক আলম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মহসিন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সোলায়মান দেওয়ান,জয়পুরহাটের ইউ,সিবি ব্যাংকের ক্যাডিট ইনচার্জ আবুল বাশার পিকে, পাঁচবিবি শাখার ইনচার্জ মোঃ বেলাল হোসেন,পাঁচবিবি শাখার ক্যাশ ইনচার্জ মাহমুদ হাসান, তুখোড় ছাত্র নেতা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু,কড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবু, ৩ নং আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের ইউ,পি সদস্য রুহুল আমিন, বিশিষ্ট সমাজ সেবক টুটুল মন্ডল, ঘাট তথ্য কেন্দ্রের পরিচালক এনামুল হক এনাম, সমাজ সেবক হযরত আলী,সমাজ সেবক রুহুল আমিন সহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ জনগণ ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।