মোঃ রাকিব হাসান | ঢাকা: গত ১৭ মার্চ ২০২২ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রধান কার্যালয়ে বিশেষ আয়োজন করা হয়।
আয়োজনের প্রথমেই ছিলো জাতীয় পতাকা উত্তোলন এবং পর্যায়ক্রমে গুচ্ছ বেলুন উড্ডয়ন, কেক কাটা, চিত্রাংকন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান সমূহ শেষে ধানমন্ডি ৩২ নম্বর রোডে ববঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইসিবি’র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ কিসমাতুল আহসান, ব্যাবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল হোসেন, উপ-ব্যাবস্থাপনা পরিচালক জনাব মোঃ কামাল হোসেন গাজী, আইসিবি’র মহাব্যাবস্থাপকগণ, আইসিবি’র তিনিটি সাবসিডিয়ারি কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং আইসিবি কর্মকর্তা সমিতি ও আইসিবি কর্মচারী ইউনিয়ন এর সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আইসিবি’র বিভিন্ন পর্যায় এর কর্মচারীগণ। স্বাস্থ্যবিধি মেনে উক্ত আয়জন টি পালন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।