ইঞ্জিনিয়ার মোবারক খান এর নেতৃত্বে, ‘বন্ধন সমাজকল্যাণ সোসাইটি’র স্বেচ্ছাসেবি টিম এক প্রতিবন্ধী মানুষের ডাকে সাড়া দিতে নিজ গন্তব্য থেকে ৭৫ কিলোমিটার পথ দিয়ে সেবা করার নজির দৃষ্টি।

স্বেচ্ছাসেবি টিম তার বাসায় গিয়ে দেখলেন, তিনি গোয়াল ঘর এর মত একটা জরাজীর্ন রুমে অবস্থান করছেন, সেখানে মানুষ থাকার মত কোন পরিবেশে না।
স্থানীয়দের সহযোগীতায় টিমটির কার্যক্রম সফল করতে সম্পূর্ণ কাজ শেষ করে।

স্বেচ্ছাসেবি টিমটির কাছে তাদের সমাজসেবা ও মানুষের সেবা করার ব্রত জানতে চাইলে, আমাদের চাওয়া একটাই যেনো আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আজকের জার্নিটা লম্বা হলেও প্রশান্তি ছিলো আকাশছোঁয়া।

আমরা যখন, অসহায় ঐ বাবাটির কাছে তার স্বপ্নের হুইল চেয়ার পৌঁছে দেই, তখন তিনি এত খুশি যা ভাষায় বলে বোঝানো যাবে না, এই অনুভূতি গুলো টাকায় কেন সম্ভব না, বন্ধন সমাজকল্যাণ সোসাইটি’ আমরা আজীবন মানুষের কল্যাণে কাজ করে যাবো, আমরা সমাজের বিত্তবান মানুষের সাহায্য পেলে আরও বড় ধরণের এক্টিভিটি দেখাতে পারবো।

আমাদের এই ইভেন্টে সার্বিক ব্যবস্থাপনায় ও সহযোগিতায় ছিলেন, গ্রুপ পরিচালক : ইঞ্জিনিয়ার মোবারক খান, সভাপতি: সোলাইমান ইসলাম গ্রুপ প্রতিষ্ঠাতা: মোঃ সোহান গাজিপুর জেলা প্রতিনিধি: মাহিনুর মাহি, নারায়ণগঞ্জ প্রতিনিধি – শাহারীয়া খান বাপ্পি সারাদিনের কষ্ট, জার্নির পরেও আত্মশুদ্ধি ও আত্মতৃপ্তি নিয়ে ঘরে ফেরা কতোটা আনন্দের সে কথা ভাষায় প্রকাশ করার মতোনা।

জয় হউক মানবতার, জয় হউক নিপীড়িত মানুষের
পৃথিবীর সকল মানুষ এর কাছে একটাই চাওয়া।