![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/05/AddText_05-10-07.31.20.png)
মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন মহোদয়ের সঙ্গে নিসচা, মণিরামপুর উপজেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা, নব নির্বাচিত কমিটির অনুমোদিত তালিকা হস্তান্তর ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আগামী ১৫ মে থেকে ২১ মে পর্যন্ত ”জাতিসংঘ সড়ক নিরাপত্তায় বিশেষ সপ্তাহ ২০২৩ ” বাস্তবায়নে সার্বিক সহযোগিতার কথা ব্যক্ত করেন, পাশাপাশি ১৫ মে’র মানববন্ধন ও র্যালিতে অংশগ্রহণ করার অভিব্যক্তি প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নিসচার উপদেষ্টা ও মণিরামপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল আলীম, গোপালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, নিসচা মণিরামপুর নির্বাহী কমিটির সদস্য ও মণিরামপুর মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি.এম. সায়ফুল আলম, নিসচা উপজেলা সদস্য সচিব এস.এম. হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ শামছুজ্জামান, মোঃ শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য শফি সম্রাট, জি.এম. বোরহান উদ্দীন প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।