মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরে নিরাপদ সড়ক চাই সংগঠনের উদ্যোগে ২২ অক্টোবর ২০০৩ জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণিল আয়োজনে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির মধ্যে মণিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শপথবাক্য পাঠের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আয়োজনের মধ্য ছিল সড়ক র্যালী, নাগরিক সমাজের অংশগ্রহণে সমাবেশ, পথচারীদের মাঝে লিফলেট বিতরন ও উপজেলা ব্যাপী সচেতনতা মাইকিং নিসচা মণিরামপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ মুনছুর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব এস.এম. হাফিজুর রহমানের উপস্থাপনায় সড়ক র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসাে বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রট আলী হাসান, নিসচা উপদেষ্টা, সহকারী অধ্যাপক মােঃ আব্দুল আলিম, অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, নির্বাহী সদস্য সহযোগী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, টি.এম. সায়ফুল আলম, মোহাম্মদ বাবুল আকতার, মোঃ শফিকুল ইসলাম, জয়নুল আবেদীন, মো: আসাদুজ্জামান, নজরুল ইসলাম গাজী, বোরহান উদ্দীন, নারীনেত্রী ডা: সুরাইয়া আক্তার ডেইজী, মঞ্জুর মোর্শেদ পায়েল প্রমুখ।
উল্লেখ্য ”নিরাপদ সড়ক চাই” সংগঠনের প্রস্তাবনার মাধ্যমে ২০১৭ সাল থেকে সরকারি-বেসরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়ে আসছে, এবার সপ্তম বারের মত এ দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।
বার্তা প্রেরক:
এস.এম. হাফিজুর রহমান
সদস্য সচিব
নিরাপদ সড়ক চাই
মনিরামপুর উপজেলা শাখা ও
কেন্দ্রিয় সদস্য।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।