ফরিদপুরের মধুখালী ব্র্যাক মাইগ্রেশন ফোরাম সদস্যদের সাথে লার্ণিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলা নিবাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার সকাল ৯ টা হতে দিনব্যাপী ফরিদপুর ব্র্যাক টার্ক কার্যালয়ে‘রয়েল ডেনিসএমব্রাসি’-ডেনমার্কের অর্থায়নে পরিচালিত‘সোশিও ইকোনমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগেন্ট ওয়ার্কার্স অব বাংলাদেশ’এর আওতায় ফোরামের কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্ময়কারী খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, প্রোগ্রামের সেক্টর স্পেশালিস্ট মং খি ওয়াং।

বক্তব্য রাখেন ব্র্যাকের বিডিসি প্রকল্পের মোহাম্মদ আসাদউল্লাহ, মাইগ্রেশন ফোরামের সভাপতি ইদ্রিস আলী মোল্যা, সহসভাপতি ফিরোজা বেগম, সাধারন সম্পাদক লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুন্নাহার বেগম, নির্বাহী সদস্য নুরুল ইসলাম,নুরজাহান বেগম, রেবেকা সুলতানা,প্রোগ্রামের মধুখালী উপজেলা সমন্ময়কারী ইসকনা পারভিনসহ সকল সদস্যবৃন্দ।

সভায় বিদেশ ফেরত অভিবাসী নারী ও পুরুষদের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম, প্রয়োজনীয়তা নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং তাঁদের সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।