জামালপুরে মোর্শেদা ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শত বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার(২৬ জুন) বিকেলে সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মোর্শেদা ফাউন্ডেশন মোল্লাবাড়ি বয়ড়া বাজার এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
যুক্তরাষ্ট্র প্রবাসী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোর্শেদা জামান এর অর্থায়নে বন্যার্তদের মাঝে ৫ কেজি চাল ,১ কেজি মুসুর ডাল ও ১লিটার সয়াবিন তেল ত্রাণ হিসেবে বিতরণ করা হয়েছে।
উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মোর্শেদা ফাউন্ডেশন এর সদস্য সচিব ও উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ডাঃ শাহান শাহ মোল্লা।
এসময় পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ আশরাফুল আলম মানিক, যুবলীগ নেতা ইকবাল হোসেন লতিফ, সমাজ সেবক লিয়াকত হোসেন মোল্লা, যুবলীগ নেতা মোবারক হোসেন সরকার ও শুভ মোল্লা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।