শনিবার বিকাল চার ঘটিকার সময় ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’এই স্লোগানকে সামনে রেখে যশোরের বেনাপোল এ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৪ দলের রক্তযোদ্ধা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় যে ২ টি দল অংশগ্রহণ করে গোলাপ ফুটবল একাদশ ও জবা ফুটবল একাদশ। উক্ত ফলাফল খেলায় ৩ – ২ বিজয়ী হয়েছে জবা ফুটবল একাদশ।
উক্ত ফুটবল টুর্ণামেন্টে বিশেষ অতিথি হিসাবে ছিলেন বেনাপোল মর্ডান ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক ডাঃ ইব্রাহিম শেখ রুবেল, শুভ সকাল ভলিবল এর সভাপতি উজ্জ্বল, সাধারণ সম্পাদক মোঃ বণি এবং আম্পায়ার এর দায়িত্ব ছিলেন মোঃ ফিরোজ (সাবেক ক্রিকেটার) আরো উপস্থিত ছিলেন লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ এর উপদেষ্টা ইসমামুল হক সবুজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা বি এফ রাব্বি, সিনিয়র সহ সভাপতি স্বজন, সহ সভাপতি জুবায়ের, সাধারণ সম্পাদক আলামিন, সহ সাধারণ সম্পাদক রনি হোসেন, সহ সাধারণ সম্পাদক হৃদয় মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুরছালিন, সহ সাংগঠনিক সম্পাদক সাদিক, প্রচার সম্পাদক কামরুজ্জামানসহ আরো উপস্থিত ছিলেন যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আব্দুর রহমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আফরোজ শাওন, সদস্য রাকিব ছাড়াও আরো অনেকেই।
লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ সংগঠনটির প্রতিষ্ঠাতা রাব্বি দৈনিক কলম কথা প্রতিনিধিকে জানান খেলাধুলার মাধ্যমে যুব সমাজ কে মাদক থেকে দূরে রাখতে ও সেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্বুদ্ধ করার জন্য এই ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।